দাবি-দাওয়া নিয়ে লাল মিছিলকারী কৃষকদের চাপ সামলাতে বেশ বেগ পেতে হচ্ছে ভারত মহারাষ্ট্রের বিজেপি সরকারকে। মহারাষ্ট্রের হাজার হাজার কৃষক এসে জড়ো হয়েছেন ভারতের বাণিজ্য নগরী মুম্বাইয়ের আজাদ ময়দানে। কৃষকদের ঋণ মওকুফ, ফসলের ন্যায্য দাম সহ একাধিক দাবিতে আজ মহারাষ্ট্র বিধানসভা অভিযান করবেন কৃষকরা।
নাসিক থেকে পদযাত্রা করে গতকাল রোববার মুম্বাইয়ের কে জি সোমাইয়া ময়দানে চলে এসেছিলেন অল ইন্ডিয়া কিষাণ সভার ৩০ হাজারের বেশি সদস্য। তবে উদ্যোক্তাদের দাবি, সংখ্যাটা ৩৫ হাজার থেকে পেরিয়ে ৫০ হাজারে গিয়ে পৌঁছেছে। ১৮০ কিলোমিটার পথ পেরিয়ে রোববার ভোরেই মুম্বাই পৌঁছায় কৃষকদের সেই লাল মিছিল।
গত ৬ মার্চ থেকে তাঁরা পথ হাঁটছিলেন। রোববার মধ্যরাত থেকে তাঁরা মিছিল করে এসেছেন আজাদ ময়দানে।
কৃষকদের দাবি, ফসলের দাম উৎপাদন মূল্যের দেড়গুণ করতে হবে। প্রাকৃতিক বিপর্যয়ে কৃষকদের ক্ষতিপূরণের পরিমাণ একরপ্রতি কমপক্ষে ৪০ হাজার টাকা করতে হবে। আদিবাসীদের জঙ্গলের জমি থেকে উৎখাত করা যাবে না। আজ প্রতিবাদী কৃষকদের সঙ্গে দেখা করতে পারেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নোবিশ।
কৃষকদের এই আন্দোলনকে সমর্থন জানিয়েছে মহারাষ্ট্র নবনির্মাণ সেনা, শিবসেনা ও আম আদমি পার্টি।
এমআর/