কৃষকরাই হচ্ছেন জাতির প্রাণ উল্লেখ করে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, কৃষকরা রোদ, বৃষ্টি উপেক্ষা করে মাঠে কাজ করেন বলেই আমরা দুমোট ভাত খেতে পারি। নতুবা অফিসে আদালতে কাজ না করে আমাদেরকে মাঠে থাকতে হতো।
আজ মঙ্গলবার সকালে বিয়ানীবাজার উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত কৃষি মেলার উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার এ জন্য কৃষকদের সম্মান করে তাদেরকে কৃষি কার্ড প্রদান করেছে।
তিনি বলেন, আমরা এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছি। ২০৪১ সালের মধ্যে উন্নত রাষ্ট্রে পরিণত হবো। এ জন্য সবাইকে দেশের স্বার্থে উন্নয়নের লক্ষ্যে কাজ করতে হবে।
বিয়ানীবাজার উপজেলা নির্বাহী অফিসার কাজী আরিফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিয়ানীবাজার উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান খান, বিয়ানীবাজার পৌরসভার মেয়র মো. আব্দুস শুকুর, বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজি আব্দুল হাছিব মনিয়া।
আজকেরবাজার/এস/এল