‘কৃষকের অ্যাপ’-এর মাধ্যমে বোরো ধান সংগ্রহ করা হবে

দেশের ৬৪ উপজেলায় ‘কৃষকের অ্যাপ’-এর মাধ্যমে বোরো ধান সংগ্রহ করবে সরকার। কৃষকের সময়, খরচ ও হয়রানি কমাতে এই অ্যাপটি চালু করা হয়েছে। এর আগে অ্যাপের মাধ্যমে ১৬টি উপজেলার কৃষকদের কাছ থেকে আমন ধান সংগ্রহে সফলতা আসায় এবার সব জেলায় এ প্রক্রিয়া চালু করার কথা জানিয়েছেন, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। গতকাল বুধবার (১১ মার্চ) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে খাদ্যমন্ত্রী এ তথ্য জানান।

খাদ্যমন্ত্রী জানান, অ্যাপের মাধ্যমে প্রকৃত কৃষকরা ধান বিক্রি করতে পারবে, এর মধ্যে কোনো মধ্যস্বত্বভোগী আসতে পারবে না।

তিনি বলেন, সরকারের লক্ষ্যমাত্রা রয়েছে এই অ্যাপের মাধ্যমেই এ বছর ৬ লাখ ২৬ হাজার ৯৯১ টন আমন ধান, ৩ লাখ ৩৭ হাজার ৬১৮ টন সিদ্ধ চাল এবং ৪৩ হাজার ৯০০ টন আতপ আমন চাল সংগ্রহ করা।

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা অ্যাপটি গুগোল প্লে স্টর থেকে ডাউনলোড করতে পারবেন। এ অ্যাপটির মাধ্যমে কৃষক তার মতামত বা অভিযোগও জানাতে পারবেন।

আজকের বাজার/এ.এ