কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, কৃষিক্ষেত্রে অভাবনীয় সাফল্য অর্জিত হয়েছে। খাদ্য ঘাটতির দেশ থেকে আজ খাদ্য রফতানির দেশ হয়েছে বাংলাদেশ। আগামী ২-৩ বছরের মধ্যে কৃষিকে শতভাগ যান্ত্রিকিকরণ ও বহুমুখীকরণ করা হবে।
রোববার সচিবালয়ে ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত নাওকি ইটো সাক্ষাৎ করতে আসলে তিন এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, কৃষি, পোল্ট্রি এবং ডেইরি খাতকে বাণিজ্যিকিকরণ করতে চায় বাংলাদেশ। এ খাতে জাপানের সহযোগিতা প্রয়োজন। কৃষিপণ্য প্রক্রিয়াজাত করে রফতানি করা হবে, এ নিয়ে কাজ চলছে।
স্বাধীনতার পর থেকেই বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে পাশে থাকা জাপান এবার কৃষি উন্নয়নেও বাংলাদেশের পাশে থাকবে বলে আশাবাদ ব্যাক্ত করেন মন্ত্রী। এছাড়া হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণ কাজের সহযোগিতার জন্য দেশটির রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান ড. মো. আব্দুর রাজ্জাক।
কৃষিমন্ত্রী বলেন, বাংলাদেশে বিনিয়োগের চমৎকার পরিবেশ রয়েছে। একটি আদর্শ শিল্পপ্রতিষ্ঠান করার জন্য যা যা প্রয়োজন তা নিশ্চিত করবে সরকার, ১শ’টি অর্থনৈতিক অঞ্চলের মাধ্যমে। জাপান বাংলাদেশে বিনিয়োগ করেছে, অংশীদারিত্ব গড়ে তুলছে, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিবিড় করেছে। দেশের সব সার কারখানায় জাপানের সহযোগিতা রয়েছে।
অতীতের মতো বাংলাদেশের সব ক্ষেত্রে জাপানের সহযোগিতা থাকবে বলে এ সময় আশ্বাস দেন জাপানের রাষ্ট্রদূত।
আজকের বাজার/এমএইচ