বাংলাদেশের কৃষির উন্নয়নে স্মার্ট ফার্মিংয়ের বিকল্প নেই। কৃষকদের তথ্যপ্রযুক্তিতে উপযুক্ত প্রশিক্ষণ দিতে পারলে তারা স্মার্টফোনের মতো ডিভাইস ব্যবহার করে স্মার্ট ফার্মিংয়ের দিকে এগিয়ে যেতে পারে। এতে করে কৃষির যেমন উন্নয়ন হবে তেমনি দেশও স্বয়ংসম্পূর্ণ হবে।
বৃহস্পতিবার ৭ ডিসেম্বর ডিজিটাল ওয়ার্ল্ডে দ্বিতীয় দিন সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের সেলিব্রেটি হলে আয়োজিত এক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। সেমিনারের বিষয় ছিল ‘স্মার্ট ফার্মিং, স্মার্ট ফিউচার’।
সেমিনারে দেশীয় কৃষি উদোক্তারা বলেন, ‘কৃষির আধুনিকায়নের প্রয়োজন কৃষকদের প্রশিক্ষণ। কেননা, এখন বিভিন্ন স্মার্টফোন ভিত্তিক অ্যাপ ডেভেলপ করা হয়েছে। যেগুলো ব্যবহারে কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষি সম্প্রসারণে ভূমিকা রাখবে।’
বাংলাদেশ ইনস্টিটিউট অব আইসিটি ইন ডেভেলপমেন্ট এর ডেপুটি ম্যানেজার জুবায়ের রহমান তার উপস্থাপনায় জানান, সরকার ই-কৃষক নামের একটি ওয়েবসাইট চালু করেছে। এখান থেকে কৃষকরা তাদের প্রয়োজনীয় তথ্য সহায়তা পাবেন। যা কৃষি সম্পসারণে কাজ করবে। পাশাপাশি এই প্লাটফর্মের মাধ্যমে একজন কৃষক তার উৎপাদিত পণ্য বিক্রি করতে পারবেন।
গ্রামীণ ইনটেলের রেহানা তার উপস্থাপনায় জানান, তাদের প্রতিষ্ঠানটি কৃষি ও কৃষকের উন্নয়নে কাজ করছে। এজন্য তারা ডিজিটাল সোশ্যাল ম্যানেজমেন্ট টুলস ধারণা উপস্থাপন করেছে। যার মাধ্যমে কৃষকরা কৃষি জমির পিএইচ, মাটির গুণাগুণ এবং জমির লবণাক্ততার পরিমাণ জানার পাশাপাশি কোন জমিতে কী ধরনের চাষ করলে ভালো ফলন পাওয়া যাবে তাও জানতে পারবেন।
সেমিনারে ডিরেক্টরিয়েট অব ই-এগ্রিকালচার ই-এমপাওয়ারমেন্টের প্রতিনিধি হাসিব আহসান জানান, কৃষকরা এখন থেকে এই প্রকল্পের আওতায় স্যাটেলাইটের মাধ্যমে ওয়েদার আপডেট জানতে পারবেন। এতে করে জমিতে সেচ কিংবা বীজতলা তৈরির জন্য সময় নির্ধারণ করতে পারবেন।
হাসিব আহসান জানান, ই-এমপাওয়ারমেন্ট থেকে জিও পটেটো নিয়ে কাজ করা হচ্ছে। ভালো ফলনের জন্য জিও ডাটা বেজড ডাটা সরবরাহ করা হচ্ছে। সেমিনারে আরও জানানো হয়, কৃষি ও কৃষকের উন্নয়নে এখন বেশ কিছু অ্যাপ ডেভেলপ করা হয়েছে। এসব অ্যাপ থেকে কৃষি তথ্য মিলবে। সরকারের বিভিন্ন বিভাগ কৃষির উন্নয়নের জন্য কাজ করছে। এছাড়াও মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন, রবি এবং বাংলালিংক আলাদা আলাদাভাবে বিনামূল্যে কৃষকদের তথ্য সরবরাহ করছে।
সেমিনার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি ড. সিকান্দার আলী, বারির ডিজি ড. আবুল কালাম আজাদসহ দেশ-বিদেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আজকের বাজার:এবি/এলকে ৭ ডিসেম্বর ২০১৭