বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতির নেতৃবৃন্দের সাথে সফররত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিনিধিদলের এক মতবিনিময় সভা আজ সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিবের দপ্তরে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতির সভাপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান, বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য(সিনিয়র সচিব)ড. শামসুল আলম ও সমিতির মহাসচিব অধ্যাপক এম কামরুজ্জামান এবং হার্ভার্ড ইউনিভার্সিটির ডেমোক্রেটিক গভর্ণেন্স এন্ড ইনোভেশন ইউনিটের সিনিয়র রিসার্চ ফেলো ম্যালকম এফ. ম্যাকফারসন, ডায়েউ ইন্টারন্যাশনাল এফেয়ার্সের প্রফেসর এন্থনি সায়েক ও সিনিয়র ফেলো ইকবাল কাদির এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।
সভায় হার্ভার্ড ইউনিভার্সিটির প্রতিনিধিদল বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিযোজন প্রক্রিয়ায় গৃহীত পদক্ষেপের প্রশংসা করেন। সভায় বাংলাদেশের তাপমাত্রা বৃদ্ধি পাওয়াতে রোগ প্রতিরোধক ক্ষমতা সম্পন্ন নতুন নতুন জাত ও প্রযুক্তি উদ্ভাবনের ওপর গুরুত্বারোপ করা হয়।
এক্ষেত্রে ভিয়েতনামের অভিজ্ঞতা কাজে লাগানো যেতে পারে বলেও হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এন্থনি অভিমত ব্যক্ত করেন। এছাড়াও তিনি বাংলাদেশের বিভিন্ন অর্থনৈতিক অঞ্চলে কৃষি প্রক্রিয়াজাত শিল্প স্থাপনের উপরও গুরুত্বারোপ করেন। সভায় ড. শামসুল আলম ডেল্টা প্ল্যান ২১০০ এবং বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনার রূপরেখা উপস্থাপন করেন।
এছাড়াও অতিথিবৃন্দকে ফার্ম ইকোনমি জার্নালের একটি কপি হস্তান্তর করা হয়। সফররত অধ্যাপকবৃন্দ বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতির সাথে ভবিষ্যতে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। তথ্য-বাসস
আজকের বাজার/আখনূর রহমান