কৃষি ঋণে সর্বোচ্চ সুদহার কমছে

কৃষি খাতে ঋণ প্রবাহ বৃদ্ধি ও প্রকৃত কৃষকদের কাছে ঋণ সহজলভ্য করতে কৃষি ও পল্লী ঋণের সুদহারের ঊর্ধ্বসীমা ১০ শতাংশের পরিবর্তে ৯ শতাংশে পুনঃনির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক।

২২ জুন বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের এক সার্কুলারে এই হার পুনঃনির্ধারণ করা হয়।

দেশের সকল তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো সার্কুলারে বলা হয়েছে, অগ্রাধিকারপ্রাপ্ত খাত হিসেবে কৃষি ও পল্লী ঋণের সুদহারের উর্ধ্বসীমা ১০ শতাংশ ধার্য করা রয়েছে। তবে কৃষি খাতে ঋণ প্রবাহ সহজ করতে আমানত ও ঋণের সুদ হারের নিম্নমুখী প্রবণতা বিবেচনায় অগ্রাধিকারপ্রাপ্ত খাত হিসেবে এই সীমা পুনঃনির্ধারণ করা হল। এই নির্দেশনা ১ জুলাই থেকে কার্যকর হবে।

আজকের বাজার:এলকে/এলকে/ ২২ জুন ২০১৭