কৃষি খাতে কমেছে বরাদ্দ

আগামী ২০১৭-১৮ অর্থবছরের বাজেটে কৃষি খাতে মোট ১৩ হাজার ৬০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত; যা মোট প্রস্তাবিত বাজেটের ৩ দশমিক ৪০ শতাংশ।

১ জুন বৃহস্পতিবার জাতীয় সংসদে উত্থাপিত ২০১৭-১৮ অর্থবছরের বাজেটে এই প্রস্তাব করেন তিনি। কৃষি খাতে মোট বরাদ্দের মধ্যে ১১ হাজার ৮০০ কোটি টাকা অনুন্নয়ন খাতে এবং ১ হাজার ৮০০ কোটি টাকা উন্নয়ন খাতে ব্যয়ের প্রস্তাব দেওয়া হয়েছে।

চলতি ২০১৬-১৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে কৃষি খাতে মোট ১৩ হাজার ৬৭৬ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছিল। এর মধ্যে অনুন্নয়ন খাতে ১১ হাজার ৮৩৫ কোটি টাকা এবং উন্নয়ন খাতে ১ হাজার ৮৪১ কোটি টাকা বরাদ্দ হয়েছিল।

এই হিসাবে চলতি অর্থবছরের তুলনায় আগামী অর্থবছরে কৃষি খাতের বরাদ্দ ৭৬ কোটি টাকা কমানো হয়েছে।

২০১৬-১৭ অর্থবছরের সংশোধিত বাজেটে কৃষি খাতে মোট ব্যয় দেখানো হয়েছে ১০ হাজার ৩৭৬ কোটি টাকা। এর মধ্যে অনুন্নয়ন খাতে ৮ হাজার ৬০৪ কোটি টাকা এবং উন্নয়ন খাতে ১ হাজার ৭৭২ কোটি টাকা ব্যয় হয়েছে।

আজকের বাজার:এলকে/এলকে/ ১ জুন ২০১৭