সদর উপজেলার শষার বাজার নামে খ্যাত গোপালপুর বাজারে জাকস ফাউন্ডেশনের উদ্যোগে আজ সোমবার সকাল ১০টায় কৃষি সেবা ও কৃষিপণ্য বিপণন কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।
ভাদসা ইউনিয়নের চেয়ারম্যান সারোয়ার হোসেন স্বাধীন ওই কৃষি পণ্য বিপণন কেন্দ্রের উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাকস ফউন্ডেশনের সিনিয়র সহকারী পরিচালক (প্রোগ্রাম) ওবায়দুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাকস ফাউন্ডেশনের যুগ্ম পরিচালক মো: রফিকুল ইসলাম বাদশা, সহকারী আঞ্চলিক ব্যবস্থাপক আমিরুল ইসলাম, জাকস ফাউন্ডেশনের মৎস্য কর্মকর্তা বিল্লুর রহমান, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: জহুর আলী , কৃষি কর্মকর্তা শাহাদৎ হোসেন, দূর্গাদহ শাখার সহকারী ব্যবস্থাপক মাসুদুর রহমানসহ আরও অনেকে। স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা জাকস ফাউন্ডেশনের পরিচালনায় কৃষিপণ্য বিপণন কেন্দ্রে কৃষকরা দ্রুত কৃষি সমস্যার সমাধান ও কৃষিপণ্য বিপণন সুবিধা পাবে। তথ্য-বাসস
আজকের বাজার/আখনূর রহমান