চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা সদরের কৃষি ব্যাংক শাখায় বুধবার রাতে (১০ জুলাই) ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতরা ব্যাংকের ভোল্টের তালা ভেঙ্গে নগদ প্রায় ২৪ লক্ষাধিক টাকা ও ১শ টাকা মূল্যের ২১টি প্রাইজবন্ড লুট করে নিয়ে গেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বৃহস্পতিবার বিকেলে ব্যাংকের নৈশ প্রহরীকে আটক করেছে পুলিশ। আটককৃত নৈশপ্রহরীর নাম মোঃ মোস্তফা (৪০)।
ভোল্টে রক্ষিত নগদ ২৪ লাখ ১১হাজার ১ শত ৫ টাকা ও ১শ টাকা মূল্যের ২১টি প্রাইজবন্ড নিয়ে গেছে ডাকাতরা। সকাল সাড়ে ১০ টায় বিষয়টি পুলিশকে জানালে, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরে ব্যাংকের নাইট গার্ড মোস্তফাকে আটক করে পুলিশ।
আজকের বাজার/লুৎফর রহমান