এবার কৃষি খাত ডিজিটাল সেবার আওতায় আনার উদ্যোগ নিয়েছে সরকার। প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্প ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে চালু হয়েছে ‘কৃষি সম্প্রসারণ বাতায়ন’। এতে কৃষি কাজের সব ধরণের তথ্য সেবা পাওয়া যাবে।
১ নভেম্বর বুধবার সচিবালয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের ১৪টি উপজেলায় এক মাসের জন্য পরীক্ষামূলকভাবে ‘কৃষি সম্প্রসারণ বাতায়ন’ কার্যক্রমের উদ্বোধন করেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।
১৪ উপজেলার মধ্যে রয়েছে মনিকগঞ্জের দৌলতপুর, শেরপুরের নকলা, চাঁদপুরের সদর, সিলেটের বালাগঞ্জ, কক্সবাজারের পেকুয়া, রাঙামাটির বাঘাইছড়ি, রাজশাহীর দূর্গাপুর, সিরাজগঞ্জের কামারখন্দ, রংপুরের পীরগঞ্জ, পঞ্চগড়ের বোদা, কুষ্টিয়ার মিরপুর, খুলনার রূপসা, পিরোজপুরের নাজিরপুর এবং রাজবাড়ীর পাংশা।
এর মাধ্যমে কৃষি সেবা প্রণয়ন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তাদের পেশাগত যোগাযোগ এবং অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ ঘটবে বলে করছে সরকার।
অনুষ্ঠানে কৃষিমন্ত্রী বলেন, বাতায়নের মাধ্যমে সারা দেশে ইউনিয়ন পর্যায়ের কৃষকরা শিগগিরই সেবাটি পাবেন। এখন টেলিভিশনে আপনারা কৃষি সংবাদ শোনেন। এখন থেকে কল সেন্টারে ফোন করতে পারবেন। সরাসরি দেখার সুযোগটি অচিরেই আপনাদের হাতে চলে আসবে।
এটুআই প্রকল্পের প্রকল্প পরিচালক কবির বিন আনোয়ার বলেন, কৃষি ক্ষেত্রের যেসব কর্মকর্তা ও বিজ্ঞানীরা রয়েছেন তাদের অভিজ্ঞতা বিনিময়ের জন্য নেটওয়ার্কের ব্যবস্থা এখানে আমরা রেখেছি। কৃষকের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে ফোন সেবাও থাকছে। কৃষক সরাসরি ফোন করে সেবা গ্রহণ করতে পারবেন।
তিনি আরো বলেন, কৃষকদের সহায়তা দিতে কৃষিকে কেন্দ্র করে কৃষকের জানালা, কৃষকের ডিজিটাল ঠিকানা, বালাইনাশকসহ ১০টি উদ্যোগ রয়েছে। কিন্তু সবগুলোকে একটি বাস্কেটের মধ্যে আনা দরকার। বিচ্ছিন্ন হলে মানুষও বিভ্রান্ত হয়ে পড়ে। এজন্যই আজকের এই উদ্যোগ।
আজকের বাজার:এলকে/এলকে ১ নভেম্বর ২০১৭