কৃষ্ণসাগরে তানজানিয়ার পতাকাবাহী দুটি বাণিজ্যিক জাহাজে আগুন লেগে কমপক্ষে ১৪ নাবিক নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন আরও পাঁচজন। রাশিয়ার কর্মকর্তারা সোমবার এ তথ্য জানিয়েছেন।
সমুদ্র ও নৌ পরিবহন সংস্থার বরাত দিয়ে রাশিয়ার সংবাদ সংস্থাগুলো জানায়, এক ট্যাঙ্কার থেকে আরেক ট্যাঙ্কারে জ্বালানি স্থানান্তরের সময় আগুন ধরে যায়। এক জাহাজে লাগা আগুন আরেকটিতে ছড়িয়ে পড়লে নাবিকরা পানিতে ঝাঁপ দিতে বাধ্য হন।
দুর্ঘটনার সময় দুই জাহাজে মোট ৩১ জন নাবিক ছিলেন। তারা তুরস্ক ও ভারতের নাগরিক।
সমুদ্র ও নৌ পরিবহন সংস্থা আরও জানায়, উদ্ধারকারী দল ১২ নাবিককে জীবিত এবং সমুদ্র থেকে ১১টি লাশ উদ্ধার করেছে। সেই সাথে আরও তিনটি লাশ পাওয়া গেলেও সেগুলো উদ্ধার করা যায়নি। শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ বাকি পাঁচ নাবিকের সন্ধানে কাজ চলছিল।
রাশিয়ার নৌবাহিনী উদ্ধার অভিযানে যোগ দিয়েছে এবং দুটি জাহাজ মোতায়েন করেছে। তথ্য-ইউএনবি
আজকের বাজার/এমএইচ