পুলিশি নির্যাতনে কৃষ্ণাঙ্গ হত্যার ঘটনায় যুক্তরাষ্ট্রে বিক্ষোভ সপ্তম দিনে গড়ালো। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীকে মাঠে নামানোর হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
২৫ মে মিনেসোটায় পুলিশের পায়ের চাপায় দম আটকে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের মৃত্যুর ঘটনায় শুরু হয় বিক্ষোভ। এরপর দোষী চার পুলিশ কর্মকর্তার বিচারের দাবিতে এক সপ্তাহে সহিংস আন্দোলন ছড়িয়েছে নিউইয়র্ক, ওয়াশিংটন, লস অ্যাঞ্জেলস, শিকাগো, ডেনভার, স্যান ফ্রান্সিসকোসহ কমপক্ষে ১২০টি শহরে। কৃষ্ণাঙ্গ-শ্বেতাঙ্গ নির্বিশেষে মাঠে নেমেছেন লাখো মানুষ।
বলা হচ্ছে, ১৯৬৮ সালে বর্ণবাদবিরোধী নাগরিক আন্দোলনের নেতা মার্টিন লুথার কিং হত্যাকাণ্ডের পর ৫২ বছরে প্রথম এমন উত্তাল বিক্ষোভ দেখছে যুক্তরাষ্ট্র। বিক্ষোভকারীদের তোপ থেকে বাদ পড়েনি হোয়াইট হাউজও। বিক্ষোভ দমনে ন্যাশনাল গার্ড সক্রিয় রয়েছে ২১টি রাজ্যে।
আজকের বাজার/আখনূর রহমান