কৃষ্ণ সাগরে টহল নৌযানে ড্রোন হামলা প্রতিহত করেছে রাশিয়া

রাশিয়া মঙ্গলবার বলেছে, তারা কৃষ্ণ সাগরে রাতে মস্কোর টহল নৌযান লক্ষ্য করে চালানো ড্রোন হামলা প্রতিহত করেছে। খবর এএফপি’র।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, সেখানে ‘তিনটি শত্রু নৌযান গুলি করে ধ্বংস করা হয়েছে।’
বিবৃতিতে আরো বলা হয়, বর্ধিত ক্রিমিয়া উপদ্বীপে রাশিয়ার কৃষ্ণ সাগর নৌবহর ঘাঁটি সেভাস্তোপলের ৩৪০ কিলোমিটার (২১০ মাইল) দক্ষিণপশ্চিমে নৌযানগুলো এ ড্রোন হামলার শিকার হয়।