তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোগান কৃষ্ণ সাগরে নতুন একটি প্রাকৃতিক গ্যাসক্ষেত্রের সন্ধান পাওয়ার ঘোষণা দিয়েছেন যা জ্বালানি আমদানিতে দেশটির বিদেশি নির্ভরতা এড়াতে সহায়তা করতে পারে। খবর এএফপি’র।
এরদোগান গত বছর তথাকথিত সকারিয়া গ্যাসক্ষেত্রে ৪০৫ বিলিয়ন কিউবিক মিটার (১৪.৩ ট্রিলিয়ন কিউবিক ফুট) গ্যাসের সন্ধান পাওয়ার ঘোষণা দেন। আর এটি ছিল কৃষ্ণ সাগরে এ যাবতকালের মধ্যে সবচেয়ে বেশি প্রাকৃতিক গ্যাসের সন্ধান পাওয়ার খবর।
২০২৩ সালে তুরস্কের শতবাষির্কী উদযাপনের সময় নতুন আবিস্কৃত এই গ্যাস ক্ষেত্র থেকে গ্রাহকদের প্রথম গ্যাস দেয়ার আশা করছেন তিনি।
খবরে বলা হয়, তুরস্কের প্রতি বছর ৪৫ থেকে ৫০ বিলিয়ন কিউবিক মিটার প্রাকৃতিক গ্যাসের চাহিদা রয়েছে।
এক্ষেত্রে বিশেষজ্ঞরা অনেক সাবধানতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন কারণ গভীর সমুদ্রে কূপ খনন অনেক ব্যয় বহুল এবং প্রায় ক্ষেত্রে এ ধরনের গ্যাসক্ষেত্র থেকে অনুসন্ধানের পরিমাণের চেয়ে অনেক কম গ্যাস উত্তোলন করা যায়।
সকারিয়া গ্যাস ক্ষেত্রের ব্যাপারে এ পর্যন্ত কোন নিরপেক্ষ নিরীক্ষা প্রকাশ করা হয়নি।
এরদোগান বলেন, তুরস্ক অন্য কোন দেশের সহযোগিতা ছাড়াই এ গ্যাসক্ষেত্র খননে আগ্রহী এবং এক্ষেত্রে তাদের বিদেশি অর্থায়নেরও প্রয়োজন হবে না।