কৃষ্নাঙ্গ এক নারীকে তাঁর বাড়িতে গুলির আঘাতে হত্যা করেছিলো যে পুলিশ কর্মি, টেক্সাসে, সেই ব্যক্তি এখন অভিযুক্ত হয়েছেন খুনের দায়ে। সোমবার ঐব্যক্তি এ্যারন ডীন, ফোর্ট ওয়ার্থ পুলিশ বাহিনী থেকে পদত্যাগ করলে পরে কয়েক ঘন্টার ব্যবধানেই গ্রেফতার করা হয় তাঁকে।
সিটী পুলিশের প্রধাণ এডউইন ক্রাউস সংবাদ সম্মেলনে জানান পদত্যাগ না করলে তাঁকে বরখাস্ত করা হতো । শ্বেতাঙ্গ ঐ পুলিশ কর্মীর গুলির আঘাতে নিহত হন ২৮ বছর বয়সী কৃষ্নাঙ্গী নারী এ্যাটাটিয়ানা জেফারসান। শনিবার জনৈক পড়শি টেলিফোনে পুলিশ ডাকলে দুই পুলিশ কর্মি ঘটনাস্থলে হাজির হন। ফোর্টওয়ার্থ পুলিশ সূত্রে বলা হয় বাইরে থেকে জানালার ওধারে ঘরের ভেতর পুলিশ একজনকে দেখতে পায় এবং বিপজ্জনক পরিস্থিতি বিচারে গুলি চালায় আর সে আঘাতেই মৃত্যু হয় ঐ নারীর ।
আজকের বাজার/লুৎফর রহমান