করোনার প্রাদুর্ভাবের এই সংকট মুহূর্তকে জাতীয় দুর্যোগ ভেবে দূরে না থেকে চিকিৎসক-নার্স ও স্বাস্থ্য কর্মকর্তা-কর্মচারীদের স্বাস্থ্যসেবায় নিয়োজিত থাকার আহ্বান জানিয়েছেন, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ। আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে আইইডিসিআর’র সম্মেলন কক্ষে করোনাভাইরাস সম্পর্কিত প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
ডা. আবুল কালাম আজাদ বলেন, ‘চিকিৎসক-নার্স ও কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রয়োজনীয় যে নিরাপত্তা বিধান, পোশাক বা অন্যান্য যে সমস্ত জিনিস তা আমরা সরবরাহ করছি। আমরা এ কথা বলতে পারব না, তিন মাসের পিপি মজুত আমাদের কাছে আছে। কিন্তু প্রতি সপ্তাহের কিংবা দৈনিকভিত্তিতে তাদের নিরাপত্তা সব ধরনের ব্যবস্থা স্বাস্থ্য অধিদফতরের রয়েছে। যেগুলো আছে সেগুলো আমরা সরবরাহ করছি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল গতকাল ৫০০ পিপি দেয়া হয়েছে। একদিনে তো ৫০০ পিপি শেষ হওয়ার কথা না। আজকেও সকাল বেলা সিএমএইচে (সম্মিলিত সামরিক হাসপাতাল) খবর নিয়েছি, সকালে তারা ১০ হাজার পিপি সংগ্রহ করেছে।’
‘১০ লাখ পার্সোনাল প্রটেক্টিভ ইকুইপমেন্ট সংগ্রহের প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে’ উল্লেখ করে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক বলেন, ‘চিকিৎসা কেন্দ্রে এ ধরনের পিপির অভাব হবে না। অনেকে হয়তো ভয় পাচ্ছেন, অনেকের মধ্যে এই প্রবণতা থাকতে পারে, দূরে থাকার প্রবণতা। আমরা সকল চিকিৎসক, নার্স, স্বাস্থ্য কর্মকর্তা-কর্মচারীদের অনুরোধ করব, বৃহত্তর মানবতার স্বার্থে সকলেই কাজে নিয়োজিত থাকবেন, কেউ বিরত থাকবেন না।’
তিনি বলেন, ‘আমরা স্বাস্থ্য অধিদফতরের পক্ষ থেকে সকল চিকিৎসক-নার্স এবং স্বাস্থ্য কর্মকর্তা-কর্মচারীর পার্সোনাল প্রটেক্টিভের বিষয়টি নিশ্চিত করব। নিরাপত্তা ছাড়া কাউকে আমরা রোগী চিকিৎসা দেয়ার কথা পরামর্শ দিচ্ছি না।’
আজকের বাজার / এ.এ