কাশ্মীর ইস্যুতে মুসলমানদের পক্ষ নিয়ে আবারও মন্তব্য করেছেন ক্রিকেটার আফ্রিদি।
এবার সাফ জানিয়ে দিলেন, আমি কাউকে পরোয়া করি না। কেউ আমাকে সত্য বলা থেকে দূরে সরাতে পারবে না।
পাকপ্যাসন ডট নেটকে আফ্রিদি বলেন, আমার টুইটের কারও প্রতিক্রিয়া নিয়ে আমি মোটেও বিচলিত নই। কে কী বলল, তা নিয়ে আমি মোটেও মাথা ঘামাই না। আমি বিশ্বাস করি, আমি সত্য বলেছি। সত্য বলার অধিকার আমার আছে।
পাকিস্তানের সাবেক অধিনায়ক বলেন, আমি আমার দেশের একজন সৈন্য। আমি আমার দেশকে সম্মান করি। আমার কাছে পাকিস্তানই সবকিছু। যদি আমি ক্রিকেটার না হতাম, তাহলে দেশরক্ষায় সেনাবাহিনীতে যোগ দিতাম।
সম্প্রতি এক টুইটবার্তায় আফ্রিদি লেখেন- ভারত অধিকৃত কাশ্মীরে একটানা উদ্বেগজনক পরিস্থিতি বিরাজ করছে। দৃঢ়তার সঙ্গে স্বাধীনতা চেয়েও বারবার বন্দুকের নলের মুখে দাঁড়াতে হচ্ছে নির্দোষ মানুষদের। এখন জাতিসংঘের মতো আন্তর্জাতিক সংগঠনগুলো কোথায়? ভেবে অবাক হচ্ছি, এমন রক্ত-যুদ্ধ খেলা বন্ধ করতে কেন পদক্ষেপ নিচ্ছে না সংস্থাগুলো?
জবাবে ভারতীয় ক্রিকেটার ও বলিউড তারকারা তার সমালো্চনা করে টুইট করেন। সবাই তার বক্তব্যকে জাতিবিদ্বেষী বলে উল্লেখ করেন।
তাদের সমালোচনার জবাবে এমন মন্তব্য করেন পাকিস্তানের সাবেক অধিনায়ক আফ্রিদি।
আজকের বাজার/আরজেড