চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার নলুয়া ইউনিয়নে ইফতার সামগ্রী ও জাকাতের কাপড় আনতে গিয়ে পদদলিত হয়ে ১০ নারীর মৃত্যুর ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (১৫ মে) কেএসআরএম’র এমডি’কে প্রধান আসামি করে এ হত্যা মামলাটি দায়ের করা হয়।
সোমবার (১৪ মে) কেএসআরএম গ্রুপের দেওয়া ইফতার সামগ্রী নিতে গিয়ে পদদলিত হয়ে মারা যান ১০ নারী। এছাড়াও অসুস্থ হয়ে পড়েন আরো কয়েকজন। সেখানে প্রায় ৩৫ হাজার মানুষ জড়ো হয়েছিলেন।
এ বিষয়ে চট্টগ্রামের পুলিশ সুপার নূর-এ-আলম বলেন, মূলত ‘হিটস্ট্রোকে’ আক্রান্ত হয়েই হতাহতের ঘটনা ঘটে। তারা সবাই বোরকা পরিহিত ছিলেন। তবে প্রচণ্ড ভিড় থাকায় কেউ কেউ পদদলিত হয়েও মারা গিয়ে থাকতে পারে।
আজকের বাজার/একেএ