কেকেআরের চিফ মেন্টর হিসেবে নিয়োগ পেলেন ডেভিড হাসি

গত মশুমে ব্যর্থতার পর কোচিং ইউনিটে ব্যাপক রদবদলের ইঙ্গিত দিয়ে রেখেছিল কলকাতা নাইট রাইডার্স কর্তৃপক্ষ। জ্যাক ক্যলিসকে ছেঁটে ব্রেন্ডন ম্যাককোলামকে হেড কোচ নিয়োগ করার মধ্যে সেই বার্তা যেন ফুটে উঠছিল। এবার ডেভিড হাসিকে দলের চিফ মেন্টর এবং কাইল মিলসকে বোলিং কোচ হিসেবে নিয়োগ করল কেকেআর কর্তৃপক্ষ।শনিবার এক বিবৃতিতে নাইটদের সিইও বেঙ্কি মাইসোর বলেন, ‘‌ডেভিড হাসি এবং কাইল মিলসকে নাইট রাইডার্স পরিবারে স্বাগত। দুর্দান্ত অভিজ্ঞতা এবং অসাধারাণ মানুষ। আমরা আশাবাদী ওদের অভিজ্ঞতা এবং অন্তর্ভুক্তি কেকেআর থিঙ্ক ট্যাঙ্ক এবং আমাদের কেকেআর একাডেমিতে অন্য মাত্রা এনে দেবে।’ ‌প্রসঙ্গত কেকেআরের প্রাক্তন সদস্য ছিলেন অস্ট্রেলীয় তারকা হাসি। ২০০৮ থেকে ২০১০ মরশুমে নাইটদের হয়ে ২৩টি ম্যাচ খেলেছেন তিনি। এছাড়াও চেন্নাই সুপার কিংস এবং কিংস ইলেভেন পাঞ্জাবের হয়েও আইপিএলে প্রতিনিধিত্ব করেছেন হাসি। ওদিকে, নিউজিল্যান্ড পেস তারকা কাইল মিলস ২০১৮ সালে স্বল্প সময়ের জন্য জাতীয় দলের বোলিং কোচের দায়িত্ব সামলেছেন।

আজকের বাজার/লুৎফর রহমান