চাল আমদানিতে শুল্ক হার ১৮ শতাংশ কমানোর হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। মন্ত্রী জানিয়েছেন বিদ্যমান শুল্কহার ২৮ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করা হয়েছে।
এদিকে এই কম শুল্কে আমদানির পর চালের দাম প্রতি কেজিতে কমপক্ষে ৬ টাকা কমবে বলে মনে করেন তিনি।
২০ জুন মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত ‘প্রতিযোগিতা আইন-২০১২ অবহিতকরণ’ বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, দেশে চালের সরবরাহ বাড়াতে চাল আমদানির উপর ১৮ শতাংশ শুল্ক তুলে নেওয়া হয়েছে।
তিনি বলেন, এর ফলে সকল ধরনের চালের দাম প্রতি কেজিতে কমপক্ষে ৬ টাকা করে কমবে।
আজকের বাজার:এলকে/এলকে/ ২০ জুন ২০১৭