সাড়ে ১২ টাকা কমেছে ভারতীয় পেঁয়াজ

????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????

বর্তমানে দেশের পাইকারি বাজারে দেশি পেঁয়াজ প্রতি কেজি ৬৫ টাকা এবং ভারতীয় পেঁয়াজ প্রতি কেজি ৫৫ টাকা দরে বিক্রি হচ্ছে। কয়েক দিন আগেই এই দাম যথাক্রমে ১৩০ টাকা ও ১১০ টাকা ছুঁয়েছিল। তবে দেশে পেঁয়াজের মৌসুম শুরু হওয়ায় এবং মিশর থেকে পেঁয়াজ আমদানি করায় দাম কমতে কমতে এখনকার অবস্থায় পৌছেছে।

অন্যান্য বছর এই সময়টাতে পেঁয়াজের দাম কেজিপ্রতি গড়ে ২৫ থেকে ৪০ টাকা থাকে। তবে গত মৌসুমে ভারতেও খরার কারণে পেঁয়াজের উৎপাদন কম হয়। সেখানেও বাড়ে পেঁয়াজের দাম। আমদানিতেও পড়ে তার প্রভাব। প্রভাব পড়ে দেশের খুচরা বাজারেও।

তবে অনেক দিন পরে এসে ভারতীয় পেঁয়াজ আমদানিতে কিছুটা সুখবর এসেছে। ভারতের ইকোনোমিকটাইমস এর খবরে বলা হয়েছে, গত ২০ জানুয়ারি থেকে সে দেশে কমেছে পেঁয়াজের দাম। আর প্রথম দফায় তা ২০ ফেব্রুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে।

গত দুই মাসে ভারতীয় পেঁয়াজের দাম বাড়তে বাড়তে টন প্রতি ৮৫০ ডলারে ঠেকেছিলো। ২০ জানুয়ারি থেকে সেই দাম দাড়িয়েছে টন প্রতি ৭০০ ডলার।

হিলি স্থলবন্দর সূত্রে জানা গেছে, তারা গতকাল রোববার পেঁয়াজের নতুন দাম সংক্রান্ত একটি চিঠি পেয়েছে। ভারতের ন্যাশনাল এগ্রিকালচারাল কো-অপারেটিভ মার্কেটিং ফেডারেশন লিমিটেড (এনএএফইডি)-র চিঠিতে বলা হয়েছে, এখন ভারত থেকে দেশের যেকোনো স্থলবন্দর দিয়ে টন প্রতি ৭০২ ডলারে পেঁয়াজ আমদানি করা যাবে।

গত বছরের ২৩ নভেম্বর এনএএফইডি পেঁয়াজের টন প্রতি সর্বোচ্চ দাম ধরে দিয়েছিলো ৮৫২ ডলার। তখন সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, দেশটির বাজারে পেঁয়াজের ঘাটতি দেখা দিয়ে ছিলো বলে বাড়তি দাম নির্ধারণ করা হয়েছে।

প্রায় দুই বছর পর ভারতের আভ্যন্তরীণ বাজারে পেঁয়াজের যোগান বেড়ে যাওয়ায় নতুন করে এই দাম নির্ধারণ করা হলো।

এদিকে টন প্রতি প্রায় দেড়শ ডলার দমা কমায় ভারতীয় পেঁয়াজের ঝাঁজ একটু কমবে বলে আশা করছেন বাংলাদেশের আমদানিকারকরা।

দিনাজপুর জেলার হিলি স্থলবন্দরের সিএনএফ এজেন্ট এর সদস্য এবং আমদানি-রপ্তানি গ্রুপের সভাপতি হারুনুর রশিদ জানান, গতকাল বিকেলে তারা পেঁয়াজের নতুন দাম সংক্রান্ত একটি চিঠি পেয়েছেন।

তিনি জানান, দেশের আমদানিকারকরা প্রতিবেশী দেশটি থেকে টন প্রতি ৭০২ ডলার দরে পেঁয়াজ আমদানি করতে পারবেন।

আর তা হলে প্রতি ডলার ৮৩ টাকা হিসেবে প্রতি ১০০০ কেজি পেঁয়াজ আমদানিতে সাশ্রয় হবে ১২ হাজার ৪৮২ টাকা। অর্থাৎ এখন থেকে আমদানিকারকরা প্রতি কেজিতে সাড়ে ১২ টাকা কমে ভারতীয় পেঁয়াজ আমদানি করতে পারবেন।

তবে দেশের খুচরা বাজারে তার কতটুকু প্রভাব পড়তে তা জানা যাবে আরও কয়েকদিন পরে।

আজকের বাজার:এলকে/ ২২ জানুয়ারি ২০১৮