কেনিয়ার সাবেক প্রেসিডেন্ট ড্যানিয়েল আরাপ মোই আর নেই। তার বয়স হয়েছিল ৯৬ বছর। তিনি ১৯৭৮ সাল থেকে ২০০২ সাল পর্যন্ত কঠোর হাতে দেশ শাসন করেন। এ প্রেসিডেন্টের এক আত্মীয় ও সরকারি সূত্র মঙ্গলবার একথা জানিয়েছে। নাম প্রকাশ না করার শর্তে ওই আত্মীয় বলেন, কেনিয়ার পশ্চিমাঞ্চলে‘তিনি তার বাসভবনে মারা যান।’ তথ্য-বাসস
আজকের বাজার/আখনূর রহমান