কেনিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ১৫

কেনিয়ায় একটি বাজারে অগ্নিকাণ্ডে কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৭০ জন। খবর বিবিসি’র।

বৃহস্পতিবার (২৮ জুন) রাজধানী নাইরোবিতে দ্য জিকাওম্বা বাজারে এ অগ্নিকাণ্ড ঘটে।

বিবিসি’র খবরে বলা হয়, কেনিয়ার সবচেয়ে খোলা বাজারগুলোর একটি হচ্ছে জিকাওম্বা। সেখানে প্রায়ই আগুন লাগার ঘটনা ঘটে।

ধারণা করা হয়, কেউ ইচ্ছাকৃতভাবে বাজারটিতে অগ্নিসংযোগ করে থাকে। তবে বৃহস্পতিবারের অগ্নিকাণ্ডের কারণ সম্বন্ধে এখনো কিছু জানা যায়নি।

দ্য সেইন্ট জন অ্যাম্বুলেন্স সেবা জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ২:৩০ এর দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যেই তা আশপাশের ভবন ও বাজারের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।

প্রায় ৯০ মিনিট পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় সংশ্লিষ্ট কর্মীরা।

আজকের বাজার/একেএ