কেনিয়ায় ভারী বৃষ্টিপাতে বন্যা, নিহত ১৫

কেনিয়ায় ভারী বৃষ্টিপাতের কারণে ভয়াবহ বন্যা সৃষ্টি হয়েছে। সৃষ্ট বন্যায় মারা গেছে অন্তত ১৫ জন। এছাড়া, আহত হয়েছেন আরো বেশ কয়েকজন।

পূর্ব আফ্রিকার বিভিন্ন অঞ্চলে গত তিনদিনের ভারী বৃষ্টিপাতে নাইরোবি ও নাইভাশাসহ অধিকাংশ এলাকা প্লাবিত হয়েছে। বেশিরভাগ মৃত্যুই পানিতে ডুবে হয়েছে বলে জানানো হয়।

এছাড়া বন্যার পানিতে বেশ কয়েকটি ভবন ধস ও সড়ক দুর্ঘটনার কথা জানিয়েছে দেশটির পুলিশ। বন্যার কারণে পানিবন্দী হয়ে পড়েছেন সেখানকার বাসিন্দারা।

আজকের বাজার/আরজেড