কেনিয়ায় ভারী বৃষ্টিপাতের কারণে বাঁধ ভেঙে যাওয়ায় ২০ জনের প্রাণহানি ঘটেছে। এ ছাড়া ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
বুধবার (৯ মে) রাতে রাজধানী নাইরোবি থেকে ১৯০ কিলোমিটার উত্তর-পশ্চিমাঞ্চলীয় সোলাই শহরে এ ঘটনা ঘটেছে।
বাঁধ ভেঙে শহরে পানি ঢুকে প্রায় দুই কিলোমিটার এলাকার কয়েকশ বাড়ি-ঘর ভেসে গেছে।হাজার হাজার মানুষ গৃহহীন হয়েছে।
নাইকুরু কাউন্টির গর্ভনর লি কিনইয়াজুই জানিয়েছেন, ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্দিষ্ট করে জানা যায়নি। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
আরজেড/