নেত্রকোনার কেন্দুয়ায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মধ্যে সংঘর্ষে পাঁচজন নিহত ও দুজন আহত হয়েছেন।
শনিবার (১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে নেত্রকোনা-কেন্দুয়া-আঠারবাড়ী সড়কের মাসকা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, যাত্রীবাহী বাসটি কেন্দুয়ার দিকে যাচ্ছিল আর অটোরিকশাটি ময়মনসিংহের দিকে যাচ্ছিল।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাংবাদিকদের দুর্ঘটনার বিষয়টি নিশ্চত করলেও হতাহতদের নাম-পরিচয় জানাতে পারেন নি। তবে আহত দুজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে তিনি জানান।
আজকের বাজার/এমএইচ