আজ ১৬ ডিসেম্বর ২০২৩, কেন্দ্রীয় শহীদ মিনারে জাতির বীরশহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেন রেখে বিডি ট্যুরিস্ট সাইক্লিস্ট” বিজয় সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়।
বিডি ট্যুরিস্ট সাইক্লিস্টের প্রধান সমন্বয়কারী মো: আমিনুল ইসলাম টুববুস এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন ব্রেন এন্ড লাইফ হসপিটালে ব্যবস্থাপক ফখরুল হোসেন,
নেপালি পালপুলি ট্যুর অ্যান্ড ট্রাভেল এক্সিকিউটিভ, রাজিব কুমার শাহ,ইঞ্জিনিয়ার শোভন কুমার শাহ,মডেল মিষ্টির সুবাস, বিডি ক্লিক সময়কারী নাজনীন নুর,
পুরান ঢাকার নাগরিক কমিটির, সভাপতি নাজিমউদ্দিন আহমেদ, এম,এস,বি,গ্রুপের সমন্বয়কারী মোহাম্মদ আলী রিমন, বসুন্ধরা সাইক্লিস্ট মহম্মদ রিয়াজ।
এছাড়া বিভিন্ন পাড়া মহল্লায় সাইক্লিস্টেরা লাল সবুজ পতাকা হাতে নিয়ে উপস্থিত হন।