ক্ষমতাসীন দল আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ছাত্রলীগের উপ-মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন আল-মামুন। তিনি এর আগে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড ঢাকা বিশ্ববিদ্যালয় ইউনিট এর সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন।
গত ২৮ মে সংগঠনটির সভাপতি সাইফুর রহমান সোহাগ স্বাক্ষরিত এক শুভেচ্ছা বার্তায় তাকে এ দায়িত্ব দেওয়া হয়। ওই শুভেচ্ছা বার্তায় শূন্যপদে দায়িত্বপ্রাপ্ত নতুন কমিটিকে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার আহ্বানও জানান সভাপতি।
আজকের বাজার: এএস/ আরআর/ ৩০ মে ২০১৭