কেন্দ্রীয় ভর্তি পরীক্ষায় দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয় অংশ নিলেও এতে অংশ নিচ্ছে না বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। বুধবার বিকেলে বুয়েটের একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ উপদেষ্টা অধ্যাপক মিজানুর রহমান।
তিনি বলেন, কেন্দ্রীয় ভর্তি পরীক্ষায় যাওয়া না যাওয়া এখানে কোনো বিষয় নয়। আমরা আমাদের আগের নিয়ম বহাল রেখেছি এবং সেভাবেই ভর্তি কার্যক্রম পরিচালিত হবে।
এদিকে জানা গেছে, এ ব্যাপারে জরুরি সভা ডেকেছে ঢাকা বিশ্ববিদ্যালয় একাডেমিক কাউন্সিল।
এর আগে গত ১২ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এক সভায় দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয়ভাবে ভর্তি পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা সেদিন বৈঠকে উপস্থিত থাকলেও কেন্দ্রীয়ভাবে ভর্তি পরীক্ষার বিষয়ে তারা তাদের সিদ্ধান্তের কথা জানাননি।
আজকের বাজার/এমএইচ