সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে নেয়া হচ্ছে কিংবদন্তি ব্যান্ড শিল্পী আইয়ুব বাচ্চুর মরদেহ।
শুক্রবার (১৯ অক্টোবর) সকাল ১০টা ১০ মিনিটে তার মরদেহ শহীদ মিনারে নেয়া হয়।
এরপর রাতে মরদেহ নিয়ে যাওয়া হবে চট্টগ্রামে। সেখানে দ্বিতীয় জানাজা শেষে শনিবার পারিবারিক কবরস্থানে মায়ের কবরের পাশে তাকে শায়িত করা হবে।
এর আগে তাকে স্কয়ার হাসপাতালের হিমঘরে রাখা হয়েছিল।
সম্মিলিত সাংস্কৃতিক জোটের পক্ষ থেকে নাট্যব্যক্তিত্ব ও চলচ্চিত্র নির্মাতা নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু জানান, আইয়ুব বাচ্চুর মরদেহ স্কয়ার হাসপাতালের হিমঘর থেকে শুক্রবার জানাজার জন্য জাতীয় ঈদগাহে নেওয়া হয়েছে। সেখান থেকে মরদেহ এনে আবার স্কয়ার হাসপাতালের হিমঘরে রাখা হবে। এরপর শুক্রবার রাতে পরিবারের সদস্যরা তার মরদেহ নিয়ে যাবেন তার জন্মস্থান চট্টগ্রামে। সেখানে শনিবার জানাজা শেষে মায়ের কবরের পাশে তার দাফন হবে।
প্রসঙ্গত, হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে নেওয়ার পথে বৃহস্পতিবার সকালে তিনি মারা যান। ১৯৬২ সালের ১৬ আগস্ট চট্টগ্রামে জন্মগ্রহণ করেন আইয়ুব বাচ্চু। চলো বদলে যাই, ফেরারি মন, এখন অনেক রাত, হকার, আমি বারো মাস তোমায় ভালোবাসি, বাংলাদেশসহ অসংখ্য জনপ্রিয় গানের স্রষ্টা তিনি।