কেন্দ্রীয় ১৪ দলের সভা বৃহস্পতিবার

বৃহস্পতিবার ০৫ অক্টোবর বেলা সাড়ে ১১টায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে (বাড়ি-৫১/এ, সড়ক-৩/এ, ঢাকা) কেন্দ্রীয় ১৪ দলের সভা অনুষ্ঠিত হবে।

বুধবার দলের উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

সভায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকতে অনুরোধ জানিয়েছেন।

আজকের বাজার: আরআর/ ০৪ অক্টোবর ২০১৭