প্রশ্নপত্র ফাঁস

কেন্দ্রের ২০০ মিটারের মধ্যে মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা

ছবি : ইন্টারনেট

চলমান এসএসসি ও সমমানের পরীক্ষার প্রশ্নফাঁস ঠেকাতে এবার কেন্দ্রের ২০০ মিটারের মধ্যে মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার।

পরীক্ষা কেন্দ্রের ২০০ মিটারের মধ্যে কারও কাছে ফোন পাওয়া গেলে তাকে সঙ্গে সঙ্গে গ্রেফতার করে আইনী ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারিও দিয়েছে  মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

এছাড়া পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে কোনো পরীক্ষার্থী কেন্দ্রে প্রবেশ না করলে তাকে আর কেন্দ্রে ঢুকতে না দেয়ার নির্দেশ জারি হয়েছে।

এসএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠানে গত রোববার ‘জরুরি ব্যবস্থা গ্রহণ সংক্রান্ত’ এক আদেশে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (মাউশি), সব বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক (ডিসি) এবং শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানদের এই নির্দেশ পাঠানো হয়।

প্রশ্ন ফাঁস ঠেকাতে কোনোভাবেই কাজ না হওয়ায় অবশেষে এমনই পদক্ষেপ নিলো সংশ্লিষ্ট কতৃপক্ষ।

আজকের বাজার : আরএম/১২ ফেব্রুয়ারি ২০১৮