কেমন হবে বাংলাদেশ স্কোয়াড

দরজায় কড়া নাড়ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ। দুই টেস্টের এই সিরিজ খেলতে ১৮ আগস্ট বাংলাদেশে আসছে অজিরা। অন্যদিকে ১৯ তারিখ প্রথম টেস্টের জন্য বাংলাদেশ দল ঘোষণা করার কথা। সমর্থকদের মুখে ইতিমধ্যেই দল কেমন হবে তা নিয়ে চলছে বিস্তর গবেষণা-আলোচনা। টাইগারদের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে ও নির্বাচকরা দল সাজাতে ব্যস্ত সময় পার করছেন।

লিয়ার বিপক্ষে ঘরের মাঠের সিরিজ ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের জন্য ঢাকা ও চট্টগ্রাম দুই ভেন্যুতে অনুশীলন করেছে টাইগাররা। প্রথমে তিন সপ্তাহের ফিজিক্যাল ট্রেনিং করে বাংলাদেশ দল। এরপর শুরু হয় স্কিল ট্রেনিং। মাঝে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তিনদিনের অনুশীলন ম্যাচও খেলেছে মুশফিক-তামিমরা।

আজ (১৪ আগস্ট) অনুশীলনের পর আগামীকাল শোক দিবসের জন্য অনুশীলন বন্ধ থাকবে বাংলাদেশের। এরপর ১৬-১৮ আগস্ট অনুশীলনের পর নির্বাচকরা দল ঘোষণা করবেন।

প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর দেয়া তথ্যমতে স্কোয়াড হবে ১৪ সদস্যের। স্পিন দিয়েই অজিদের কাবু করার পরিকল্পনা থাকলেও দলে তিন স্পিনারের পাশাপাশি থাকবে তিন পেসার। পাশাপাশি উইকেটরক্ষক দেখা যেতে পারে দুইজন। দলে স্পেশালিস্ট ব্যাটসম্যান ছয়জন থাকার সম্ভাবনা রয়েছে।

আজকের বাজার:সালি/ ১৪ আগস্ট ২০১৭