কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ফেসবুক

ফেসবুক ব্যবহারকারীদর তথ্য চুরির ঘটনায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে ব্যববস্থা নিবে ফেসবুক কর্তৃপক্।

রাজনৈতিক পরামর্শক প্রতিষ্ঠান কেমিব্রিজ অ্যানালিটিকাকে সহায়তা করার অভিযোগে ফেসবুক কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে।

বুধবার মার্কিন প্রতিনিধি পরিষদে তথ্য কেলেঙ্কারির ঘটনায় জবাবদিহি করতে গিয়ে ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ এ তথ্য জানান।

জাকারবার্গের এমন বক্তব্যে বিস্ময় প্রকাশ করে কেমব্রিজ বিশ্ববিদ্যালয় জানিয়েছে, তাদের গবেষকরা তথ্য সংগ্রহে কোনো ধরনের অনৈতিকতার সঙ্গে জড়িত-এমন কোনো প্রমাণ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পায়নি। তবে, তথ্য চুরির ঘটনায় সরে দাঁড়িয়েছেন কেমব্রিজ অ্যানালিটিকার ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী।

এদিকে, তথ্য চুরির ঘটনায় সরে দাঁড়িয়েছেন ক্যামব্রিজ অ্যানালিটিকার ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী।

 

আজকের বাজার/আরজেড