রাজশাহী অঞ্চলের আমবাগানগুলোতে ক্ষতিকর রাসায়নিকের ব্যবহার রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রাজশাহীর বিভাগীয় কমিশনার ও পুলিশের রাজশাহী রেঞ্জের উপ-মহাপরিদর্শককে (ডিআইজি) আগামী সাত দিনের মধ্যে এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।
মঙ্গলবার এক সম্পূরক আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
একই সঙ্গে ফলের বাজার ও গুদামগুলোতে যেন আমে রাসায়নিক ব্যবহার করতে না পারে সেজন্য পর্যবেক্ষণ দল গঠন করতে বলা হয়েছে। পুলিশের আইজি, বিএসটিআইয়ের চেয়ারম্যান, র্যাবের মহাপরিচালককে এ আদেশ বাস্তবায়ন করে এক মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
আদালত বলেছেন, ক্ষতিকর রাসায়নিক ব্যবহারের কারণেই মানুষের শরীরে রোগ সৃষ্টি হচ্ছে।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ।
আজকের বাজার/এমএইচ