কেরানীগঞ্জের প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুনে দগ্ধ আরো তিনজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তারা হলেন-মুন্তাকিম, রাজ্জাক ও আবু সাঈদ। এ ঘটনায় এ পর্যন্ত ১৭ জনের মৃত্যু হলো।
রোববার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন বিষয়টি নিশ্চিত করেছেন।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. পার্থ শঙ্কর পাল জানান, আবু সাঈদের বয়স ছিল ১৮ বছর। মুন্তাকিমের বয়স ২২ বছর। তার শরীরের ২০ শতাংশ পোড়া ছিল। আর রাজ্জাকের শরীরের ১০০ ভাগ পুড়ে গিয়েছিল।
তিনি জানান, এখন পর্যন্ত শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের আইসিইউতে ছয়জন চিকিৎসাধীন আছেন। আর ঢামেক বার্ন ইউনিটে আছেন আটজন।
গত ১১ ডিসেম্বর সন্ধ্যার দিকে কেরানীগঞ্জের প্রাইম প্লেট অ্যান্ড প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় তাৎক্ষণিকভাবে একজন নিহত ও অন্তত ৩০ জন আহত হন।
আজকের বাজার/এমএইচ