ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার বরিশুর এলাকায় বুধবার আরও একজন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। আক্রান্ত ব্যক্তির বয়স ৫৫ বছর। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মীর মোবারক হোসেন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দেব নাথ এ তথ্য জানিয়েছেন। এ নিয়ে কেরানীগঞ্জে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচজনে।
মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম জানান, বরিশুর এলাকায় ৫৫টি পরিবারকে লকডাউন করা হয়েছে। আর আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় জিনজিরা বাজারসহ ১৫টি এলাকা পুরোপুরি লকডাউন করেছে প্রশাসন। লকডাউন এলাকাসহ কেরানীগঞ্জে টহল আরও জোরদার করেছেন পুলিশ ও সেনা সদস্যরা। ঢাকার প্রবেশপথ বাবুবাজার সেতু ও পোস্তগোলা সেতু ব্যারিকেড দিয়ে বন্ধ রাখা হয়েছে। সূত্র-ইউএনবি
আজকের বাজার/শারমিন আক্তার