ঢাকার কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারের নির্মাণাধীন প্রধান ফটক ভেঙে ৪ জন আহত হয়েছেন।
রোববার (১৫ জুলাই) সকাল সাড়ে ৮টায় এ ঘটনা ঘটে।
তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি। আহতদের মধ্যে একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে কাজ করার সময় কারাগারের নির্মাণাধীন প্রধান গেট ভেঙে চারজন আহত হয়েছেন।
তবে পুলিশ বলছে, দুর্ঘটনায় একজন আহত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কারারক্ষী শিরিন আক্তার জানান, ১৫-১৬ শ্রমিক কাজ করছিলেন। এ সময় কিছু বুঝে ওঠার আগেই ধস নামে।
তবে কতজন আহত হয়েছেন সে বিষয়ে তিনি কোনো তথ্য দিতে পারেননি।
দুর্ঘটনায় আহত আমির নামে এক শ্রমিক জানান, সকালে গেটের ছাদ ঢালাইয়ের কাজ চলছিল। এ সময় হঠাৎ করে গেটটি ভেঙে যায়। এতে তিনিসহ বেশ কয়েকজন আহত হন বলে জানান।
এ ব্যাপারে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মনিরুল ইসলাম বলেন, প্রধান সড়ক থেকে কারাগারে যেতে একটি গেট নির্মাণ করা হচ্ছে। সকালে গেটের ছাদ ঢালাইয়ের সময় তা ভেঙে পড়ে। এতে এক শ্রমিক আহত হন।
আজকের বাজার/একেএ