রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জে বেপরোয়া ট্রাকের চাপায় ভাইবোন নিহতের ঘটনায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বৃহস্পতিবার ঢাকা-মাওয়া মহাসড়ক অবরোধ করেছে।
তারা দক্ষিণ কেরানীগঞ্জে রাজেন্দ্রপুর এলাকায় মানববন্ধন করেছে এবং ঘাতক ট্রাক চালককে অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জামান জানান, বৃহস্পতিবার সকালে বিভিন্ন স্কুল-কলেজের কয়েকশ’ শিক্ষার্থী ব্যারিকেড দিয়ে ঢাকা-মাওয়া মহাসড়ক অবরোধ করে রাখে। এসময় প্রায় আধা ঘণ্টা ধরে যান চলাচল বাধাপ্রাপ্ত হয়।
পরে পুলিশ তাদের মহাসড়ক থেকে সরিয়ে দিলে ছাত্র-ছাত্রীরা সকাল সাড়ে ১০টার দিকে মহাসড়কের উভয় পাশে মানববন্ধন করে। এসময় তারা ট্রাক চালকের গ্রেপ্তারের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকে। পরে এলাকাবাসীও তাদের মানববন্ধনে যোগ দেয়।
গত সোমবার দুপুর ১টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার রাজেন্দ্রপুর মোল্লারপুল এলাকায় স্কুল থেকে বাড়ি ফেরার পথে বেপরোয়া ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী ভাইবোন নিহত এবং তাদের বাবা গুরুতর আহত হন। নিহতরা হলো- মো. ডালিমের মেয়ে আফিফা আক্তার আফরিন (৯) ও ছেলে আফসার আহমেদ (৬)। আফরিন হাসনাবাদ কসমোপলিটান স্কুল অ্যান্ড কলেজের চতুর্থ শ্রেণির ছাত্রী। আফসার একই প্রতিষ্ঠানের প্রথম শ্রেণির ছাত্র ছিল। তথ্য-ইউএনবি
আজকের বাজার/এমএইচ