কেরানীগঞ্জে ট্রাক-অটোরিকশা সংঘর্ষ, নিহত ৩

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। শুক্রবার মধ্যরাতে ইকুরিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার এসআই মো. আবুল কাউসার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি গণমাধ্যমকে বলেন, রাতে সিএনজি চালিত একটি অটোরিকশা দু’জন যাত্রী নিয়ে পোস্তগোলা থেকে আসছিল। ইকুরিয়া বাজার এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার দু’জন ঘটনাস্থলেই মারা যান। এ সময় আরেকজন গুরুতর আহত হন। স্থানীয়রা আহত ব্যক্তিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি জানান, ঘটনাস্থল থেকে দু’জনের লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে থানায় রাখা হয়েছে। আর ঢামেকে মারা যাওয়া ব্যক্তির লাশ হাসপাতাল মর্গে রাখা রয়েছে।

ট্রাকটি আটক করা হয়েছে। তবে ট্রাক চালক ও হেলপার পালিয়ে গেছেন। এ ঘটনায় থানায় মামলার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

আরএম/