ঢাকার কেরানীগঞ্জের আমবাগিচা ও কালিন্দী এলাকায় দুই নারীসহ নতুন আরও পাঁচজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
এ নিয়ে শনিবার রাত ১০টা পর্যন্ত জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩৮ জনে। মৃত্যু হয়েছে চারজনের।
এতথ্য নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মীর মোবারক হোসেন জানান, ইতিমধ্যে ৭৪ জনের করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে স্বাস্থ্য অধিদপ্তরে পাঠানো হয়েছে। এরমধ্যে শনিবার রাতে দুই নারীসহ পাঁচজনের রিপোর্ট পাওয়া গেছে এবং তাদের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
তিনি আরও জানান, নতুন আক্রান্তদের হাসপাতালে নেয়া হয়েছে। এদের মধ্য এক দম্পতি রয়েছেন। আক্রান্তদের বয়স ৩০ থেকে ৫৫ বছরের মধ্যে।