ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার হিজলতলা এলাকায় প্লাস্টিক কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে।
ফায়ার সার্ভিস কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এরশাদ হোসেন সংবাদ মাধ্যম বাসস’কে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন,আজ বিকেল সাড়ে চারটায় এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুনে অন্তত ২৫ জন আহত ও অজ্ঞাত এক পুরুষ নিহত হয়েছে।
এরশাদ আরো বলেন, কারখানার শ্রমিকরা প্লাস্টিক গ্লাস ও ওয়ানটাইম কাপ তৈরীর কাজ করায় সময় হঠাৎ একটি গ্যাস সিলিন্ডার বিস্ফারণ ঘটলে মুহুর্তেই আগুন কারখানা ভেতরে ছড়িয়ে পড়ে এসময় ২৫ জন শ্রমিক আগুনে পুড়ে আহত হয়েছে ও ১জন নিহত হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের পোস্তগোলা, কেরানীগঞ্জ ও সদর দফতর থেকে ১২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে কাজ শুরু করে। সন্ধ্যা পৌঁনে ৬টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
বাসস’র ঢাকা মেডিকেল সংবাদদাতা জানান, কেরানীগঞ্জে বিস্ফোরনে আগুনে ২৫ জন দগ্ধ হয়েছে। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা দেয়া হচ্ছে।
এর মধ্যে ১৮ জনের নাম পাওয়া গেছে, তারা হচ্ছেন- ফয়সাল (২৯), জাহাঙ্গীর (৫২) বসির (২০),ফয়সাল (৩৫), দূর্জয় সরকার, সুমন ইসলাম (২৫) মেহেদী (২০), আসাদ (২৩), মো: সিরাজ (৫০), সাজিদ (২৯), জিনারুল হোসেন (৩২),সাখাওয়াত (৩০),আবু সাইদ (১৬), সোয়ান, (১৬) মো: বাবুল (২৫),জাকির হোসেন মাতব্বর (২২), আলম (২২) ও আব্দুর রাজ্জাক (৪২)