রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জে বাসচাপায় অটোরিকশার চালকসহ দুই ব্যক্তি নিহত হয়েছেন।
রোববার, ১৩ জানুয়ারী সকালে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন আব্দুল্লাহপুর স্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে এখনও পর্যন্ত নিহতদের পরিচয় জানা যায়নি।
কেরানীগঞ্জে হাসারা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোরসেদ তালুকদার জানান, আজ সকালে আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড এলাকায় একটি বাস সিএনজি চালিত একটি অটোরিকশাকে চাপা দিয়ে পালিয়ে যায়। বাসচাপায় অটোরিকশাচালক ও এক যাত্রী নিহত হন। তবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। বাসের চালককে আটকের চেষ্টা চলছে।
তিনি আরো জানান, নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে।
আজকের বাজার/এমএইচ