কেরানীগঞ্জে বাড়িতে মিলল দম্পতির রক্তাক্ত লাশ

দক্ষিণ কেরানীগঞ্জে হাক্কানি মসজিদের কাছে একটি বাড়ি থেকে শুক্রবার ভোরে স্বামী-স্ত্রীর রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে।

তারা হলেন- রাসেল (২৫) ও তার স্ত্রী আম্বিয়া (২৩)।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জামান জানান, শুক্রবার ভোরে নিহতদের স্বজনরা ওই দম্পতির বাসার একটি কক্ষ থেকে তাদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।

পুলিশ এই ঘটনাটি তদন্ত করছে বলে জানান ওসি।