কেরানীগঞ্জে ভ্রাম্যমাণ বিদ্যুৎকেন্দ্র করবে যুক্তরাষ্ট্র

৩০০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ভ্রাম্যমাণ বিদ্যুৎকেন্দ্র নির্মাণে কেরানীগঞ্জের পানগাঁওয়ে অভ্যন্তরীণ কন্টেইনার টার্মিনালের (আইসিটি) পাশে ২৪ একর জমি পাঁচ বছরের জন্য যুক্তরাষ্ট্রকে ইজারা দেয়া হয়েছে।

বৃহস্পতিবার ২৩ নভেম্বর সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া স্টিফেনস ব্লুম বার্নিকাটের সঙ্গে বৈঠকের পর নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, ‘তারা (যুক্তরাষ্ট্র) পানগাঁওয়ে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র করতে আমাদের কাছে জায়গা চেয়েছিল। এটা হবে মোবাইল প্ল্যান্ট, এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাবে। দ্রুত বিদ্যুৎ উৎপাদনের জন্য জায়গাটা তাদের আমরা দিয়েছি। এপিআর এনার্জি নামের একটি কোম্পানি এটি করবে।

মন্ত্রী জানান, পানগাঁওয়ে আইসিটির পাশেই এই জায়গা অব্যহৃত অবস্থায় আছে। শিগগিরই আমরা এই জায়গাটা উন্নয়ন করব এবং তারা ৫ বছরের জন্য আমাদের এই জায়গাটা লিজ নেবে।

তিনি জানান, উৎপাদিত ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ আমরা পাব এবং জাতীয় গ্রীডে যুক্ত করা হবে ।

রোহিঙ্গা সমস্যা নিয়ে তিনি বলেন, রোহিঙ্গা ইস্যুতে আমেরিকার ভূমিকা নিয়ে আমরা প্রশংসা করেছি। আশা করি এ সমস্যা সমাধানে তারা ভবিষ্যতেও বাংলাদেশের পাশে থাকবে।

আজকের বাজার:এলকে/এলকে ২৩ নভেম্বর ২০১৭