ঢাকা শহরের দক্ষিণে কেরানীগঞ্জের ধর্মশুর এলাকায় মঙ্গলবার সকাল ১০টায় মাটিচাপায় ২ শ্রমিক নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছে আরও দুইজন।
নিহতরা হলেন- মো. মশিউর (৪০) ও আউলিয়া (২৮)। তারা কুড়িগ্রাম জেলার বাসিন্দা।
নিহত মশিউরের স্ত্রী সজিনা বেগম বলেন, নিহত দুজনই উত্তর ধর্মশুর এলাকায় ভাড়া থেকে কালভার্ট নির্মাণ শ্রমিকের কাজ করতো। মঙ্গলবার সকালে তারা ওই এলাকায় মাটি কাটার কাজ করতে গেলে তাদের ওপর মাটি ধসে পড়ে। এতে ঘটনাস্থলে তারা মারা যায়।
কেরানীগঞ্জ মডেল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মোস্তফা রেজা বলেন, ‘লাশের সুরতহাল করা হয়েছে এবং এঘটনায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
আজকের বাজার/এমএইচ