কেরানীগঞ্জে মার্কেটের আন্ডারগ্রাউন্ড থেকে নারীর মরদেহ উদ্ধার

কেরানীগঞ্জে একটি মার্কেটের আন্ডারগ্রাউন্ড থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত নূর বেগম (২৮) কেরানীগঞ্জ আগানগর ইস্পাহানি এলাকার বাসিন্দা ও বিভিন্ন মার্কেটে টিফিনে ভাত বিক্রির কাজ করতেন। নিহতের স্বামীর নাম কবির হোসেন।

পুলিশ জানায়, শুক্রবার রাত ১০টায় দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন আগানগর এলাকার মাকসুদা গার্ডেন নামে একটি মার্কেটের আন্ডারগ্রাউন্ড থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহতের স্বামী কবির বলেন, দুপুরে ভাত বিক্রির জন্য বের হয়ে আর ফিরে আসেনি নূর বেগম। সন্ধ্যার পর আমরা তাকে খোঁজাখুঁজি করে পাইনি। পরে রাতে পুলিশ মার্কেটের আন্ডারগ্রাউন্ড থেকে তার লাশ উদ্ধার করে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জামান বলেন, লাশ মুখমন্ডলে ও শরীরের বিভিন্ন স্থানে ইটের আঘাতের চিহ্ন রয়েছে। এঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের প্রস্তুতি চলছে।

আজকের বাজার/এমএইচ