ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় ত্রিশ কেজি গাঁজাসহ দুই অভিযুক্ত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব। বুধবার দুপুর দেড়টার দিকে র্যাব-১০ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, উপজেলার দক্ষিণ কেরাণীগঞ্জের ঢাকা-মাওয়া মহাসড়কের রাজেন্দ্রপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো- রিপন চন্দ্র সরকার (২৫) ও শরিফ খান (৩১)।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তারকৃতরা মাদক বিক্রেতা। তারা দীর্ঘদিন ধরে পিকআপ ভ্যানে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানা সহ দেশের বিভিন্ন এলাকায় গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল। গোপন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।
এসময় তাদের নিকট থেকে মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান (মিনি ট্রাক), দু’টি মোবাইল ফোন ও নগদ ২ হাজার ৬৩০ টাকা জব্দ করা হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক আইনে মামলা করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। খবর-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান