রাজধানীর কেরানীগঞ্জ মডেল থানা এলাকায় নিজ শরীরে কেরোসিন ঢেলে এক কন্যা সন্তানের জননী আমেনা বেগম (২১) আত্মহত্যা করেছে।
সোমবার (২১ মে) ভোরে উপজেলার তারানগর ইউনিয়নের চন্ডিপুর গ্রামে নিহতের বাবার বাড়িতে এ ঘটনা ঘটে।
আমেনা বেগমের স্বামীর নাম ইসমাইল হোসেন। তিনি দীর্ঘদিন যাবত সৌদি প্রবাসী।
স্থানীয়রা জানান, আড়াই বছর আগে পাশ্ববর্তী কানারচর এলাকার সৌদি প্রবাসী ইসমাইল হোসেনের সঙ্গে আমেনা বেগমের বিয়ে হয়। বিয়ের কয়েক মাস পর ইসমাইল পুনরায় সৌদি চলে যান। এর কিছুদিন পর আমেনা বেগমের এক কন্যা সন্তান জন্ম হয়। বর্তমানে কন্যার বয়স দেড় বছর। স্বামী বিদেশ থাকায় আমেনা বাবার বাড়িতেই বেশী থাকতেন।
আমেনার বাবা ইকবাল হোসেন জানান, ভোর ৬টার দিকে তিনি ঘুম থেকে উঠে নামায পড়ার ঘরের দরজার নিচ দিয়ে ধোয়া বের হতে দেখে এগিয়ে যান। এ সময় ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। পরে ঘরের দরজা ভেঙ্গে অগ্নিদগ্ধ অবস্থায় আমেনার লাশ মেঝেতে পড়ে থাকতে দেখি।
এ ব্যপারে কেরানীগঞ্জ মডেল থানার ওসি শাকের মোহাম্মদ যোবায়ের বলেন, খবর পেয়ে তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় ঘরের পোড়া কাপড়চোপড় দেখতে পান। এছাড়াও লাশ থেকে কেরোসিনের গন্ধ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে আমেনা বেগম শরীরে কেরোসিন ঢেলে আত্মহত্যা করেছেন। তারপরও মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে বলে ওই কর্মকর্তা জানান।
এজকের বাজার/ এমএইচ